দক্ষিণ আফ্রিকা সেমিতে, ইংল্যান্ডের বিদায় নিশ্চিত

by Sports Desk

অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচে মাঠে নামেন জস বাটলার, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ছিল অত্যন্ত হতাশাজনক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় ৩৮.২ ওভারে।

এই পরাজয়ের ফলে আফগানিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার আগেই ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকা পরবর্তী ধাপে চলে যায়। এখন, ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা।

Advertisements

করাচিতে ইংল্যান্ডের ব্যাটিংয়ে শুরুতেই ধস নামান মার্কো ইয়ানসেন, তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের পরিকল্পনা ভেঙে দেন। উইয়ান মুল্ডার তিনটি এবং কেশব মহারাজ দুটি উইকেট নেন। লুংগি এনগিডি ও কাগিসো রাবাদা একটি করে উইকেট নেন।

সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট, দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জোফরা আর্চার। বিদায়ী ম্যাচে বাটলার ৪৩ বলে ২১ রান করেন। আগের দুই ম্যাচের মতোই ব্যর্থ হন ফিল সল্ট, জেমি স্মিথ ও হ্যারি ব্রুক।

 

সুপ্তি / টিডিএস

You may also like