চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বেই মুখোমুখি হতে পারে বাংলাদেশ-ভারত

by Sports Desk

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হতে আর মাত্র বাকি ২৩ দিন। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে তাদের অভিযান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ এবং ভারত দুবাইয়ে একটি উষ্ণ ওয়ার্ম-আপ ম্যাচে সামনাসামনি হতে পারে। ম্যাচটি মূলত দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ নিজেদের প্রস্তুতি ঠিক রাখতে। বিশেষ করে বড় ম্যাচের আগে ।

Advertisements

তবে বাংলাদেশ ওই সময় উপলব্ধ না থাকলে ভারত সম্ভবত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলগুলো তাদের প্রস্তুতি নিয়ে বেশ সিরিয়াস এবং সামনে উত্তেজনাপূর্ণ কিছু ম্যাচ অপেক্ষা করছে।

বাংলাদেশের জন্য প্রস্তুতির পরিস্থিতি একটু ভিন্ন। চলমান বিপিএলে খেলেই বাংলাদেশ দলের সদস্যদের একদিনের ক্রিকেটে প্রস্তুতি নিতে হচ্ছে। বাংলাদেশের জন্য বিপিএল যদিও একটি বড় টুর্নামেন্ট তবে একদিনের ক্রিকেটে বিশেষ প্রস্তুতির জন্য আরও কিছু সময় দরকার ছিল।

গণমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগমুহূর্তে বাংলাদেশ হয়তো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। তবে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের তারিখ এখনো স্পষ্ট নয়। প্রস্তুতির সুযোগ মিস হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে যা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

ইউএ / টিডিএ

You may also like