ব্যাটিং করতে গিয়ে হাতে বলের আঘাত পেয়েছেন বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার। মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর বাউন্সার সামলাতে গিয়ে তিনি চোট পান। তবে সৌম্যকে নিয়ে শঙ্কার কিছু নেই, কারণ তার চোট গুরুতর নয়। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে যে চোটের কারণে তার খেলা নিয়ে কোনো সমস্যা হবে না।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের খেলোয়াড়রা অনুশীলন করছেন। সৌম্য এ সময় পেসারদের বলে মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন করছিলেন, আর সেখানেই মৃত্যুঞ্জয়ের বাউন্সারের আঘাতে তার হাতের চোট হয়। তবে এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত।
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পেয়েছিলেন সৌম্য, যার কারণে বিপিএলের দুটি পর্বও খেলতে পারেননি। কিন্তু এখন চোট থেকে সেরে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সুপ্তি / টিডিএস