নারী দলের কোচের দায়িত্বে সারোয়ার ইমরান

স্পোর্টস ডেস্ক

দেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানকে জাতীয় নারী ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নারী ব্যাটারদের নিয়ে অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। সেই সময় বিসিবি পরিচালক ও নারী উইং চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারির শুরুর দিকে তিলকরত্নে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফেরার পর বিসিবিকে পদত্যাগপত্র জমা দেন। তিনি ২০২২ সালের অক্টোবর থেকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সংবাদ মাধ্যমকে জানান, অভিজ্ঞ এই কোচ আগামী আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নারী ক্রিকেটারদের দায়িত্ব নিতে চলেছেন।

তিনি আরও বলেন, ‘তিনি দলে যোগ দিতে যাচ্ছেন। এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে তিনি অন্তত বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত দায়িত্বে থাকবেন। বাছাইপর্বের আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা নেই।’

ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।

ইউএ / টিডিএস

You may also like