পন্টিংয়ের মন্তব্যে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল তবে দেশের বাইরে খেলতে গেলে সংগ্রাম করতে হবে- চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এমন ধারণা রিকি পন্টিংয়ের।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কথা বলেন নাজমুল হাসান শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার কোন মতামত নেই এই বিষয়ে।’

শান্ত বলেন, ‘আমি একটু আগে বললাম নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না। তাদের পুরো দলটাই ভালো। শুধু ভারতের কথা বলব না পাকিস্তান, নিউজিল্যান্ড তিনটাই ব্যালেন্স দল। সুতরাং তিনটা দলের সঙ্গেই আমাদের কষ্ট করে খেলতে হবে।’

বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল যা এখনো এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য। সেই অভিজ্ঞতা এবার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলে জানান শান্ত।

তিনি বলেন, ‘সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ স্মৃতি আছে আমাদের। সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম যা নিঃসন্দেহে অনুপ্রেরণার জায়গা। দেশের মানুষ, পরিবার—সবাই প্রত্যাশা করছে আমরা ভালো কিছু করব। প্রস্তুতি ভালো হয়েছে আত্মবিশ্বাসী আমরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড—তিনটি দলই শক্তিশালী। তবে শান্ত জানালেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি দলই ভালো। আমাদেরও সেই সামর্থ্য আছে। সবাই মনেপ্রাণে বিশ্বাস করে আমরা ভালো করতে পারবো। বাড়তি চাপ নেওয়ার কিছু নেই। বরং সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করাই প্রধান লক্ষ্য।’

ইউএ / টিডিএস

You may also like