চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করতে টাইগারদের দুটি ম্যাচ জেতা প্রয়োজন। তবে সাম্প্রতিক ফর্ম এবং শক্তিমত্তা বিচার করলে এই দুই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার সাবেক তারকা রিকি পন্টিং মনে করছেন, বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কম। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকার ধারণা উপমহাদেশে খেলা হলেও ঘরের মাঠের মতো কন্ডিশন পাবে না বাংলাদেশ। ফলে বেশ ভুগতে হবে টাইগারদের। তাছাড়া স্কোয়াডে থাকা ক্রিকেটারদের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অজি।
তবে পন্টিংয়ের মতের সঙ্গে একমত নন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেছিলেন, ‘আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।’
বাংলাদেশ তাদের আসরের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শুরু করবে, এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।
সুপ্তি / টিডিএস