আইপিএলের আসন্ন আসরের মেগা নিলামে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মুজিব-উর-রহমান জায়গা পাননি। তার অন্তর্ভুক্ত না হওয়ার কারণ ছিল চোটের সমস্যার কারণে, যা তাকে আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেও বাদ পড়তে বাধ্য করেছে। তবে, মুম্বাই ইন্ডিয়ান্স থেকে একটি নতুন সুযোগ পেয়েছেন মুজিব।
আসলে তার সতীর্থ আল্লাহ মোহাম্মদ গাজানফারের চোটের কারণে মুজিবের সুযোগ তৈরি হয়েছে। গাজানফার মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশে আঘাত পেয়েছেন এবং তাকে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে। এই কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গত বুধবার এক পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গাজানফারের অনুপস্থিতির খবর জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে, মুম্বাই ইন্ডিয়ান্সে গাজানফারের পরিবর্ত হিসেবে মুজিবকে নেওয়া হয়েছে।
ফলে গাজানফারের বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’
সুপ্তি / টিডিএস