বিকেলে প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে বিকেলে প্রস্তুতি ম্যাচে নামছে টাইগাররা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয়দিন আগেই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছে তারা। পরের দিন বিকেলে প্রথমবারের মতো অনুশীলনও করেছেন নাজমুল হোসেন শান্তরা

মূল পর্বে সফলতা অর্জনের জন্য প্রস্তুতি ম্যাচকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা। বিসিবির ভিডিওতে নিজেদের প্রস্তুতির কথা শেয়ার করেছেন পেসার তানজিম হাসান সাকিব।

প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’

ইউএ / টিডিএস

You may also like