মার্চে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব

by Sports Desk

তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধ করার পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান।

বোলিং অ্যাকশন সংশোধনের লক্ষ্যে ইংল্যান্ডের এক কোচের সঙ্গে কাজ করছেন সাকিব। কোচের অনুমতি পেলেই পরীক্ষায় অংশ নেবেন তিনি। আগামী মার্চে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

Advertisements

২০২৪ সালে পাকিস্তান সফর শেষে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। তবে ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং বৈধতার পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয়।

ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন সাকিব। এরপর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সেও তিনি পাস করতে পারেননি। ফলে তার বোলিং নিষেধাজ্ঞা বহাল রাখে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।

লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেন, ‘সাকিব রমজানের সময় ইংল্যান্ডে যাবে। তার কোচ অনুমতি দিলে আবার পরীক্ষা দেবে। পাস করলে বাংলাদেশে খেলতে পারবে।’

এবারের পরীক্ষা সাকিবের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তিনি সফল হন, তবে আবারও বোলিং করার অনুমতি পাবেন। তবে ব্যর্থ হলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে।

ইউএ / টিডিএস

You may also like