শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক

পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিসিবির বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এই সিদ্ধান্তের কথা জানান।

আজ (সোমবার) বিসিবির ১৮ তম বোর্ড মিটিং মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টা থেকে শুরু হয়। সভা শেষে গণমাধ্যমের সামনে উপস্থিত হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।

এছাড়া, দেশের অন্যান্য স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও বেশ কিছু স্থাপনার নাম ছিল পূর্ববর্তী সরকার প্রধানের পরিবারের নামে। এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়।

 

সুপ্তি / টিডিএস

You may also like