তামিম গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ নিয়েছিলেন

by Sports Desk

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে তাড়াতাড়ি বিকেএসপির পাশের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান ম্যাচ রেফারি দেবব্রত পাল।

প্রাথমিকভাবে তামিম গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে কিছু ওষুধ নিয়েছিলেন, তবে কিছু সময় পরেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অফিসিয়াল ফেসবুক পেজে এডমিন জানান, সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে বিষয়টি জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে তিনি ওষুধ গ্রহণ করেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর পরিস্থিতি আরও খারাপ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

Advertisements

এভাবে অবস্থার অবনতি ঘটলে, দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। পরে তার শারীরিক অবস্থা আরও জটিল হওয়ায়, তাকে ফের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে, এবং চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়।

বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে।

You may also like