কেমন আছেন এখন তামিম ইকবাল?

by Sports Desk

রমজানের তপ্ত দুপুরে শুধু বাংলাদেশ নয় পুরো ক্রিকেট দুনিয়াও এক মুহূর্তের জন্য এক হয়ে গিয়েছিল তামিম ইকবালের সুস্থতার প্রার্থনায়।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। এর পর থেকে সবার দৃষ্টি একমাত্র তামিম এবং সাভারের কেপিজি হাসপাতালের দিকে নিবদ্ধ হয়ে গেছে।

Advertisements

উৎকণ্ঠার দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তাকে। ডাক্তারের মতে পরবর্তী ৪৮ ঘণ্টা তিনি নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন।

সকালে তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানা যায় , এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি। মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।

ইউএ / টিডিএস

You may also like