সারা দেশে নতুন স্পিনার খুঁজবে বিসিবি

by Sports Desk

এক সময় দেশের ক্রিকেটে নিয়মিত পেস বোলিং হান্ট অনুষ্ঠিত হতো, কিন্তু সময়ের সাথে সাথে সেটি কমে গেছে। তবে এবার বিসিবি দেশজুড়ে স্পিনার খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। চলতি বছরের জুনে তরুণ স্পিনারদের খুঁজে বের করতে শুরু হবে ‘স্পিনার হান্ট’ কার্যক্রম।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে এই হান্ট অনুষ্ঠিত হবে, যেখানে সব ধরনের স্পিনারকে খুঁজে বের করা হবে। গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে জানিয়েছেন, “জুনে আমরা স্পিন হান্ট আয়োজন করব, যেখানে অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, রহস্য স্পিনার—সব ধরনের স্পিনারই অংশগ্রহণ করবে।”

Advertisements

এই স্পিন হান্টটি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং এতে দেশি কোচদের পাশাপাশি বিদেশি কোচরাও উপস্থিত থাকবেন। গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদ এই কার্যক্রমের নেতৃত্ব দেবেন। এর আগে গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল।

You may also like