কেন ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান?

স্পোর্টস ডেস্ক

ওয়ানডের বদলে সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের কারণ জানিয়েছেন বিসিবির এক সূত্র।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই দুটি টুর্নামেন্ট সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান আগামী সিরিজগুলোতে ওয়ানডে না খেলে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র।

তিনি বলেছেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা পাকিস্তান সফরে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করেছি। এরপর পাকিস্তান যখন বাংলাদেশ সফরে আসবে, তারাও তিনটি টি-টোয়েন্টি খেলবে এখানে।’ বিসিবির ওই মুখপাত্রের মতে– ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে উভয় দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি ও পিসিবি) বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে সামনে রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এছাড়া জুলাই মাসে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে যা এফটিপির আওতায় পড়ে না। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে, যা গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে বিসিবি ও পিসিবির সভাপতির মধ্যে আলোচনা করা হয়েছিল। ফলে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মোট ৮টি ম্যাচের দুটি সিরিজই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ইউএ / টিডিএস

You may also like