বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইটের নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। বিপিএলে কাজ করার সুবাদে বাংলাদেশি পেসারদের সাথে বেশ পরিচিত এই গতিতারকা, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে।
তবে জাতীয় দলে তিনি যুক্ত হচ্ছেন কি না, তা জানা না গেলেও, বাংলাদেশের আরও একটি ক্রিকেটার শীঘ্রই তাকে কোচ হিসেবে পাচ্ছেন। আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর জন্য করাচি কিংস টেইটকে নিজেদের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করেছে। এই দলে খেলতে পাকিস্তান যাচ্ছেন লিটন দাস, যেখানে টেইটের সঙ্গে তার দেখা হবে।
করাচি কিংস তাদের ফেসবুক পেজে এক বার্তায় টেইটকে কোচিং প্যানেলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে, টেইট করাচি কিংসে কাজ করবেন রবি বোপারার ডেপুটি হিসেবে এবং পেস বোলিং বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে লিটন দাসের সঙ্গে টেইটের বোঝাপড়া কিছুটা সীমিত হলেও, নেট সেশনগুলোতে তিনি কীভাবে শিষ্যদের শিখাচ্ছেন, তা লিটনের জন্য শেখার একটি বড় সুযোগ হতে পারে।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শন টেইট। ব্রেট লি’র ইনজুরির কারণে বিশ্বকাপে বিকল্প হিসেবে দলে জায়গা পান তিনি, এবং ন্যাথান ব্র্যাকেন ও গ্লেন ম্যাকগ্রারের সঙ্গে পেস বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন। তবে, ইনজুরির কারণে তার ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি।
২০২১ সাল থেকে কোচিং পেশায় মনোযোগ দেন টেইট। এর আগে তিনি আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন, এবং এবারের বিপিএল মৌসুমে চট্টগ্রাম কিংসের প্রধান কোচ ছিলেন তিনি।