পুরো দল নিয়ে সিলেটে অনুশীলন শুরু

by Sports Desk

আসন্ন সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

রবিবার (১৩ এপ্রিল) একদিন পিছিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে প্রথম দিন সকালেই যোগ দেন ৮ জন ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ।

Advertisements

এরপর সোমবার (১৪ এপ্রিল) পুরো দলের ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নেন। এদিন জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকি খেলোয়াড়দেরও অনুশীলনে দেখা যায়। অনুশীলনের পুরো সময়জুড়ে দলের প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের সবাই উপস্থিত ছিলেন। শুরুতে ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর পরিকল্পনা থাকলেও, তা একদিন পিছিয়ে ১৩ এপ্রিল থেকে শুরু করা হয়।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ইউএ / টিডিএস

You may also like