দিনের শেষে জিম্বাবুয়ের দাপটে বাংলাদেশ কোণঠাসা

by Sports Desk

বাংলাদেশের ব্যাটিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় চাপ গিয়ে পড়ে বোলারদের ওপর। কিন্তু সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে সেই আশা অনেকটাই ফিকে করে দিয়েছে নাহিদ রানা ও হাসান মাহমুদদের ধারহীন বোলিং। তবে বাংলাদেশের বোলিং নিয়ে আলোচনা করতে গিয়ে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেনের দারুণ ব্যাটিংকেও খাটো করে দেখা যাবে না।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ১৪.১ ওভারে তারা যোগ করেন ৬৭ রান। এটি বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান। দিন শেষে যদিও জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ১২৪ রানে, তবুও তাদের শুরুটা বেশ ইতিবাচকই ছিল।

Advertisements

You may also like