নয় বলের মাঝে মিরাজের জোড়া উইকেট

স্পোর্টস ডেস্ক

চা বিরতির পরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আর এর মূল কৃতিত্ব মেহেদি হাসান মিরাজের। টানা দুই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের জয়ের পথ কঠিন করে তুলেছেন তিনি। তবে মিরাজের সেই দারুণ স্পেল মাঝপথে বৃষ্টি এসে থামিয়ে দেয় সিলেট টেস্টের রোমাঞ্চ।

দ্বিতীয় ইনিংসে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য এখনো প্রয়োজন ৪১ রান, হাতে আছে ৬ উইকেট।

১৭৪ রানের লক্ষ্যে নেমে শুরুটা ছিল জিম্বাবুয়ের দুর্দান্ত। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে তুলেন ঝড়ো উদ্বোধনী জুটি। বিশেষ করে বেনেট ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে চাপমুক্ত রাখেন দলকে। অন্যদিকে কারানও খেলেছেন নির্ভরযোগ্যভাবে, তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরে যান সাজঘরে।

২১তম ওভারে কারানকে থামান মিরাজ। ফুল লেংথের বলে বড় শট খেলতে গিয়ে মিড-অফে ধরা পড়েন তিনি। ৭৫ বলে ৪৪ রান করে ফিরে যান এই ওপেনার। এরপর ২৬তম ওভারে তাইজুল ইসলাম এলবিডব্লিউ করেন নিক ওয়েলচকে। মাত্র ১৯ বলে ১০ রানেই থেমে যায় তার ইনিংস।

চা বিরতির পর ফিরে আবার মিরাজের ঝলক। ৩১তম ওভারের প্রথম বলেই শান্তর হাতে ক্যাচ বানান শন উইলিয়ামসকে। এরপর নিজের পরের ওভারে ফেরান সেট ব্যাটার বেনেটকে। ৮১ বলে ৫৪ রান করে লং অনে মুশফিকের হাতে ধরা পড়েন এই ওপেনার।

ইউএ / টিডিএস

You may also like