পিএসএলে পেশোয়ার দলে যোগ দিলেন রানা

by Sports Desk

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার জন্য চ্যালেঞ্জ কিছুটা কঠিন হতে পারে। পেশোয়ার জালমির স্কোয়াডে যোগ দিলেও একাদশে জায়গা পেতে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে পেশোয়ার জালমির টিম হোটেলে পৌঁছান রানা। পেশোয়ার জালমি যাদের নেতৃত্ব দেন বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছে যেখানে লেখা ছিল, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’

Advertisements

তবে টিম হোটেলে পৌঁছানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পেশোয়ারের ম্যাচ থাকায় রানাকে অনুশীলন ছাড়াই খেলানো হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তাছাড়া একাদশে জায়গা পেতে নাহিদ রানাকে লড়তে হবে দুই অভিজ্ঞ বিদেশি পেসার—আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে। ক্যারিবীয় পেসার জোসেফ পিএসএলের চলতি আসরে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তবে তার ইকোনমি রেট (৯.১০) তেমন ভালো নয়।

অন্যদিকে ইংলিশ পেসার লুক উড ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন মাত্র ৬.৮১ ইকোনমি রেটে।

ইউএ / টিডিএস

You may also like