বিকেলের ব্যাটিং বিপর্যয়ে লিড বাংলাদেশে

by Sports Desk

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শেষভাগটা ঠিক স্বপ্নমতো কাটেনি স্বাগতিকদের। শেষ ২০ রানে তারা হারিয়েছে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান, ফলে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড পেয়েছে তারা।

চট্টগ্রামে প্রথম দিন ও আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বহুদিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তার দৃঢ় ইনিংসেই ভিত্তি পায় বাংলাদেশ। তবে সাদমান ছাড়া আর কেউই ব্যক্তিগত অর্ধশতক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম ও এনামুল হক বিজয়ের ব্যাটে মাঝারি ঝলক থাকলেও তা বড় ইনিংসে পরিণত হয়নি। দিনের শেষে ক্রিজে রয়েছেন মেহেদি হাসান মিরাজ (১৬*) এবং তাইজুল ইসলাম (৫*)।

Advertisements

You may also like