চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৬৪ রানে। তবে দিন শেষের আগে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংসে ধস নামে। প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর এখন ৭ উইকেটে ২৯১ রান।
তৃতীয় দিনের শুরুতে ক্রিজে নামবেন অপরাজিত দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাদের ওপরই এখন বড় লিডের আশায় তাকিয়ে আছে দল, এমনটিই জানালেন সেঞ্চুরি করা ওপেনার সাদমান ইসলাম।
দিনশেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘আমরা মোটামুটি যদি ৩০০ (রান করতে পারি), এখন তো মিরাজ, তাইজুল ভাই আছে। ওরা দুইজনই ভালো ব্যাট করে। ওদের থেকে যদি ভালো জুটি যদি হয়, তাহলে অবশ্যই আমাদের এটা খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনে উইকেট কেমন হয় (দেখা যাক), আমাদের বোলাররা ভালো বল করলে অবশ্যই (সিরিজে) ভালোভাবে কামব্যাক করব ইনশা-আল্লাহ।’
তৃতীয় দিনে লিড বাড়ানোর আশা প্রকাশ করে সাদমান বলেন, ‘মিরাজ-তাইজুল ভাই যদি ওরা ভালো একটা জুটি গড়ে দেয়, ১০০+ (লিড) হয় আমাদের জন্য ভালো হবে আরকি।’
শেষ বিকেলে বাংলাদেশের দ্রুত উইকেট হারানো নিয়েও আফসোস ঝরেছে বাঁ-হাতি এই ওপেনারের কণ্ঠে, ‘আমাদের খেলায় বেশ ভালোর দিকে ছিলাম। ৩ উইকেট একটু বেশি হয়ে গেছে। উইকেট না গেলে হয়তো ১০০+ রানের লিডে থাকতাম। কালকে ইনশা-আল্লাহ দেখা যাক কী হয়।’
ইউএ / টিডিএস