আবারও পিছিয়ে গেল জুনিয়র নারী সাফ

বাংলাদেশে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ১-১১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা দশ দিন পিছিয়ে ১১-২১ জুলাই নির্ধারণ করা হয়েছে। এটি নিয়ে তৃতীয়বারের মতো সময়সূচি পরিবর্তন করল সাফ। টুর্নামেন্টটির প্রাথমিক সূচি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ‘জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত এশিয়ান কাপ বাছাই পর্ব রয়েছে। অনেক সিনিয়র খেলোয়াড়ই বয়সভিত্তিক দলেও খেলেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশগুলোরও একই অবস্থা। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টটি দশ দিন পিছিয়ে দেওয়ার।’

বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হলেও এখনো ভেন্যু চূড়ান্ত করেনি। অতীতে কমলাপুর স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হলেও বর্তমানে সেটি সংস্কারের আওতায় থাকায় বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে কিংস অ্যারেনা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম। মে মাসের মধ্যেই ভেন্যু চূড়ান্ত করতে চায় বাফুফে।

এদিকে, বাংলাদেশ নারী দলকে সামনে রেখে রয়েছে ব্যস্ত সূচি। ২৭ মে আফিদারা যাচ্ছেন জর্ডানে দুটি ম্যাচ খেলতে। জুনে রয়েছে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেখান থেকে ফিরেই হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এরপর দুই সপ্তাহের ব্যবধানে লাওসে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্ব।

নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বর্তমানে ৩৮ জন ফুটবলারের একটি প্রশিক্ষণ স্কোয়াড নিয়ে কাজ করছেন, যেখানে সিনিয়র ও অনূর্ধ্ব-২০—উভয় বিভাগের খেলোয়াড়রাই রয়েছেন। জর্ডান সফরের জন্য ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ভুটানে খেলা সিনিয়র ফুটবলাররা সুযোগ পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

You may also like