এক সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড

শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে নেমে গড়েছে নতুন ইতিহাস। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ৮২ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৩৩৬ রান—যা বিদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে বিদেশে এই দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৩৪০ রান। সেবার তাওহীদ হৃদয় খেলেছিলেন ১২৩ রানের দারুণ এক ইনিংস। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১৬ রানের ইনিংসও ছিল তালিকায়। আজকের ম্যাচে সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন জাওয়াদ-রিজানরা। চলতি সিরিজেও এটিই প্রথম ৩০০ ছাড়ানো ইনিংস।

কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নিয়ে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে কালাম সিদ্দিকীর (১৯) বিদায়ের পর দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়েন অধিনায়ক আজিজুল হাকিম তামিম (২৩)। তবে এরপর জাওয়াদ ও রিজানের ১৩৫ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়।

জাওয়াদ ১১৫ বল খেলে ১৪ চার ও ৩ ছক্কায় করেন ১১৩ রান। রিজান ৭৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৮২ রান। এরপর ইনিংসের শেষ ভাগে আবদুল্লাহ (২৭ বলে ৩২), দেবাশীষ দেবা (১১ বলে ১৯) ও আল ফাহাদ (৫ বলে ১৯) ছোট ছোট ইনিংস খেলেও দলের রান তোলায় বড় অবদান রাখেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাসিথ নিমসারা। থারুসা নাভদ্য ২টি এবং সানুজা নিন্দুওয়ারা নেন ১টি উইকেট। এই বড় সংগ্রহের মাধ্যমে সিরিজ জয়ের পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ইউএ / টিডিএস

You may also like