বিসিবিতে যোগ্য নেতৃত্ব চান তামিম ইকবাল

চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন।

নির্বাচনের আগে দেশের ক্রিকেট নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, বিসিবির দায়িত্বে এমন ব্যক্তিদেরই আসা উচিত যারা প্রকৃত অর্থে যোগ্য এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

শনিবার (৩ মে) জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিম। এ সময় তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক… যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তামিম আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি… এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি’, আরও যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সংগঠকদের উদ্দেশ্যে তামিমের স্পষ্ট বার্তা, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয় কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

ইউএ / টিডিএস

You may also like