ফিট থাকলে লিটনই হবেন অধিনায়ক

by Sports Desk

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজে যদি লিটন কুমার দাস পুরোপুরি ফিট থাকেন তবে তাকেই দলের অধিনায়ক করা হতে পারে। এমনকি ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ পর্যন্ত লিটনের কাঁধেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আভাস মিলেছে। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে আরব আমিরাত সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন লিটন।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তিন ফরম্যাটেই নেতৃত্বে ছিলেন শান্ত। তবে টি২০তে প্রত্যাশিত সাফল্য না আসায় তিনি সেদিক থেকে সরে দাঁড়ান এবং নতুন কাউকে নেতৃত্বে দেখতে চান বলে বোর্ডকে অনুরোধ করেন। ওই সময় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনের অধিনায়কত্ব প্রশংসা কুড়ালেও ব্যাট হাতে ব্যর্থতা তাকে চাপে ফেলে। এর পর ওয়ানডে ও টি২০তে ছন্দ হারানোয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা পাননি তিনি। যদিও বিপিএলে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। পরবর্তীতে পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে গিয়ে চোট পান লিটন, দেশে ফেরেন হাতের আঙুলে চিড় নিয়ে।

তবে ইনজুরি কাটিয়ে দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন লিটন। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, “আজকের এক্স-রেতে কোনো জটিলতা ধরা পড়েনি। সে ব্যাটিং করতে পারবে এবং কাল (আজ) থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। আশা করছি আরব আমিরাত সিরিজ থেকেই মাঠে ফিরতে পারবে।”

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও গতকাল লিটনের শারীরিক অবস্থার খোঁজ নেন। সূত্র মতে, রাতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অধিনায়ক প্রসঙ্গে ফোনে কথা হওয়ার কথা ছিল তার। আলোচনা ইতিবাচক হলে আজই টি২০ অধিনায়ক ঘোষণা করা হতে পারে। নির্বাচক প্যানেলও অধিনায়কত্ব নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় যেন স্কোয়াড ঘোষণা ও পরিকল্পনা ঠিকভাবে করা যায় এবং ভবিষ্যতে কোনো ধরনের দায় এড়িয়ে যাওয়া না হয়।

তবে যদি শেষ মুহূর্তে লিটন খেলতে না পারেন তাহলে বিকল্প হিসেবে অধিনায়কত্বের দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়।

আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করা হয়েছে। পেস বিভাগে তাসকিন আহমেদ ফিট থাকলে তাকে নিয়েই মাঠে নামবে দল সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে মেহেদী মিরাজের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদী, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনকে। ব্যাটিং ইউনিটে তাওহীদ হৃদয়ের প্রত্যাবর্তনের কারণে বাদ পড়তে পারেন আফিফ হোসেন।

তবে স্কোয়াড নির্বাচন ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে শান্তকে নিয়ে। তাকে অন্তর্ভুক্ত করলে দল ১৬ জনেরও হতে পারে বলে জানা গেছে।

সম্ভাব্য টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

ইউএ / টিডিএস

You may also like