টাইগারদের পাকিস্তান সফরের স্কোয়াড যেমন হতে পারে

চলতি মে মাসে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এ দু’টি সিরিজকে ঘিরে ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে হবে ম্যাচ দুটি। এরপর পাকিস্তানের মাটিতে ২৫ ও ২৭ মে প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

রবিবার (৪ মে) বিকেলে দুই সিরিজকে কেন্দ্র করে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। সম্ভাবনা আছে এই সিরিজগুলোতে অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস। টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় এবং লিটনের চোট কাটিয়ে ফেরা—এই দুই কারণেই তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

ইনজুরির কারণে বাইরে আছেন তাসকিন আহমেদ। ফলে পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তরুণ দুই পেসার নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে। স্কোয়াডে টি-টোয়েন্টির নিয়মিত খেলোয়াড়দের অধিকাংশকেই রাখার পরিকল্পনা বিসিবির।

আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ/নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ইউএ / টিডিএস

You may also like