২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। আজ বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজেও ছিলেন না শান্ত।

সেই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পান লিটন দাস এবং তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এই সাফল্যই তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়ার পথে বিসিবিকে এগিয়ে দেয়।

তবে লিটনের সঙ্গে নেতৃত্বের দৌড়ে ছিলেন পেসার তাসকিন আহমেদও। কিন্তু ইনজুরির কারণে তিনি এখন মাঠের বাইরে, এবং তার ফেরার সময়ও অনিশ্চিত। ফলে সিদ্ধান্তটা লিটনের পক্ষেই যায়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করছে বিসিবি, যার অংশ হিসেবেই লিটনকে দেওয়া হয়েছে স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব।

You may also like