গত বছরই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অবশেষে সংযুক্ত আরব আমিরাত সিরিজের আগে দেখা গেল পরিবর্তন—নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। শান্ত দলে থাকলেও নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না শান্ত। সেবারই প্রথমবার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন লিটন, এবং তার অধীনে সিরিজ জেতে বাংলাদেশ। সেই সফলতাই হয়তো ভূমিকা রেখেছে বিসিবির সিদ্ধান্তে। এবার ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
নতুন অধিনায়কত্ব পাওয়ায় লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য বিদায়ী অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি দল নতুন উচ্চতায় পৌঁছাবে।”
লিটনের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট হবে আরব আমিরাত সিরিজ। তার সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে, তবে আপাতত শুধু এই দুটি সিরিজের জন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, কয়েকজনকে সহ-অধিনায়ক হিসেবে পর্যবেক্ষণ করা হবে। এরপর কারো হাতে স্থায়ীভাবে সহ-অধিনায়কত্ব তুলে দেওয়া হবে।
তিনি বলেন, “এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লিটনকে জাতীয় দলের নেতৃত্বে আনা হয়েছে। আর শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য।”