টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর একাদশে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রিশাদ হোসেন।
করাচি কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে শুরুটা দুর্দান্ত করলেও শেষ রক্ষা হয়নি। তবে এক উইকেট নেয়ার মধ্য দিয়েই পিএসএলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেটশিকারির রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই লেগস্পিনার।
প্রথম ওভারে মাত্র ৭ রানে জেমস ভিন্সকে আউট করে ম্যাচে লাহোর কালান্দার্সকে এনে দেন দারুণ সূচনা। সেটিই রিশাদকে এনে দেয় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যাওয়ার মাইলফলক। তবে দ্বিতীয় ওভারে পাকিস্তানের সাদ বেগের আক্রমণে খান ১৩ রান। শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮ রান দিলেও উইকেট পাননি। শেষপর্যন্ত ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
এর আগে ব্যাট হাতে এক বল খেলে রান না করেই অপরাজিত ছিলেন রিশাদ। লাহোরের ইনিংসে বৃষ্টির কারণে ম্যাচ ১৫ ওভারে সীমিত হয়, যেখানে তারা করে ১৬০/৮। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে করাচিকে ১৬৮ রানের লক্ষ্য দেয়া হয়। জবাবে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় করাচি কিংস।
রিশাদের শেষ ওভারের পর করাচির প্রয়োজন ছিল ৪ ওভারে ৫৮ রান। সেখান থেকে ইরফান খানের ২১ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে জয় নিশ্চিত করে দলটি। জয় তুলে নিয়ে ৮ ম্যাচে পঞ্চম জয় পায় করাচি কিংস, উঠে যায় পয়েন্ট তালিকার তিন নম্বরে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে চার নম্বরে লাহোর।
ইউএ / টিডিএস