আইসিসির মাসসেরা লড়াইয়ে মিরাজ

আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে মনোনীত হয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করেন মিরাজ। দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি জিতেছেন সিরিজসেরার পুরস্কারও। সিলেটে প্রথম টেস্টে দল হারলেও দুই ইনিংসে ১০ উইকেট (৫/৫২ ও ৫/৫০) নেন তিনি। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে তুলে নেন সেঞ্চুরি, পরে বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেন।

জিম্বাবুয়ের হয়ে একই সিরিজে নজর কেড়েছেন ব্লেসিং মুজারবানি। বিশেষ করে প্রথম টেস্টে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। মাত্র ১৭ রান করলেও বল হাতে ৯ উইকেট (৩/৫০ ও ৬/৭২) শিকার করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। দ্বিতীয় টেস্টে নেন আরও একটি উইকেট।

অন্যদিকে, নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন দুর্দান্ত ছন্দে। দুটি ম্যাচেই পাঁচ উইকেট করে শিকার করেন ২৭ বছর বয়সী এই ডানহাতি পেসার।

You may also like