ChatGPT said:
সিলেট ও কলম্বো—দুই ভিন্ন ভেন্যু থেকে গতকাল ভিন্ন ভিন্ন খবর এসেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে দিনটা ভালো কাটলেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরে হতাশ করেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর ২৪ ঘণ্টা না যেতেই চট্টগ্রামে মাঠে নেমে পড়েছে বাংলাদেশের নারী ইমার্জিং দল—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুটা ছিল কঠিন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৩১ রানে, পুরো দল গুটিয়ে যায় ৪৭.৫ ওভারে ১৭৯ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৩ উইকেটে ৭১ রান করেছে।
টস জিতে আগে ফিল্ডিং নেয় সফরকারীরা। মাত্র ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাথী রানী বর্মনকে কট অ্যান্ড বোল্ড করেন লেগস্পিনার ডেলমারি টাকার। এরপর অধিনায়ক শারমিন সুলতানার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন ইশমা তানজিম। তবে সেই জুটি ভাঙে ১৫তম ওভারের শুরুতেই।
৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান নিয়ে ভালো অবস্থানে থাকলেও এরপরই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার, ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডেলমারি টাকার—৯ ওভারে ৩২ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন গান্দি পাপামা, লুমেলা জাফতা ও লুয়েন্দা এনজুজা। বাকি উইকেটগুলো ভাগ করে নেন জোনস, ক্লেয়ার ক্যান্ডলার এবং আফিউই কুলা।