গম্ভীরের পর হুমকির নিশানায় ভারতীয় তারকা

by Sports Desk
মতে তার কিছু মানসিক সমস্যা রয়েছে। আমরা এ নিয়ে তদন্ত করছি।’
ChatGPT said:

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। ২২ এপ্রিলের ওই হামলার দিনই ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। এবার একই ধরনের হুমকি পেলেন তারকা পেসার মোহাম্মদ শামিও। শুধু হুমকিই নয়, সেই ইমেইলে শামির কাছে এক কোটি রুপি চাঁদাও দাবি করা হয়েছে।

এই ঘটনায় শামির ভাই হাসিব আহমেদ উত্তর প্রদেশের আমরোহা থানায় একটি এফআইআর দায়ের করেছেন। তিনি জানান, আইপিএলে ব্যস্ত থাকায় শামির ইমেইল যাচাই করতে গিয়ে ওই হুমকি বার্তা দেখতে পান তিনি। মেইলটি ‘রাজপুত সিন্দর’ নামের এক আইডি থেকে পাঠানো হয়েছে, যেখানে ‘প্রভাকর’ নামের একজনের কথাও উল্লেখ করা হয়। পরে এই মেইলের প্রিন্ট কপি পুলিশে জমা দেন হাসিব।

Advertisements

আমরোহা জেলার পুলিশ সুপার অমিত কুমার আনন্দ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং মামলাটি সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শামি, তবে চলতি আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না তার জন্য। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে নিয়েছেন মাত্র ৬ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ১১.২৩ গড়ে। ইতিমধ্যে দলও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

এর আগে গৌতম গম্ভীরকেও ‘আমি তোমাকে হত্যা করব’ শিরোনামের একটি হুমকি মেইল পাঠানো হয়। সেই ঘটনায় গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র জিগনেশ পারমারকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

You may also like