ফিল্ডিংয়ে শ্রেষ্ঠ সোহান, কোচ বললেন যা

বিশ্ব ক্রিকেটে অনেক দেশই খেলার পর ভালো ফিল্ডিংয়ের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়দের পুরস্কৃত করে থাকে। একসময় বাংলাদেশ জাতীয় দলেও এই সংস্কৃতি ছিল, বিশেষ করে টেস্ট ম্যাচ শেষে সেরা ফিল্ডারকে পুরস্কৃত করার রীতি ছিল চোখে পড়ার মতো। যদিও সময়ের সাথে সেই ধারা হারিয়ে যায়। তবে এবার সেই পুরস্কারপ্রদান সংস্কৃতি নতুন করে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ‘এ’ দল।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে দারুণ ফিল্ডিংয়ের জন্য সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। পুরস্কার তুলে দেন দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার, যিনি নিজ উদ্যোগে এ আয়োজন করেন।

বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এ প্রসঙ্গে মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের বলেন,
‘আশিক আমাদের দেশের একজন দারুণ ফিল্ডিং কোচ। তার অনেক নতুন আইডিয়া আছে। তিনি আগেও বিভিন্নভাবে ছেলেদের অনুপ্রাণিত করেছেন— কখনো চকলেট, কখনো বিস্কুট বা টাকাও দিয়েছেন। এখন তিনি সেরা ফিল্ডারের জন্য একটি ছোট মেডেল বানিয়ে এনেছেন।’

তিনি আরও বলেন,
‘এই ছোট্ট পুরস্কারও খেলোয়াড়দের মধ্যে একটি প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। সবাই চায় সেটা জিততে। এটি দলে ইতিবাচক মানসিকতা তৈরি করে এবং মাঠে ফোকাস বাড়ায়।’

এই উদ্যোগ ফিল্ডিংকে আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি দলের মনোবলও বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like