গোড়ালির চোটের কারণে সাম্প্রতিক সিরিজগুলোতে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ফিরতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুনের দ্বিতীয় সপ্তাহে তাকে মাঠে দেখা যেতে পারে।
গত অক্টোবর থেকে গোড়ালির হালকা ব্যথা নিয়েই খেলছিলেন তাসকিন। তবে সময়ের সঙ্গে সেই ব্যথা বেড়ে বোলিংয়েও প্রভাব ফেলে। ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় বিসিবি। ২৭ এপ্রিল লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি।
তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় তাসকিনের এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বরং ধাপে ধাপে পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই ফিরে আসা সম্ভব।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী যিনি তাসকিনের সঙ্গে ছিলেন লন্ডনে। তিনি জানান, “বিশেষজ্ঞদের মতে অস্ত্রোপচার প্রয়োজন নেই। রিহ্যাবই হবে তার সুস্থতার সবচেয়ে কার্যকর উপায়।”
এই পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে চলছে। পরিকল্পনা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে রিহ্যাব শেষ হবে। এরপর ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় লাগবে কিছুদিন।
তাসকিন এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। এবারও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার জন্য তাকেই নিয়ে আশা দেখছেন নির্বাচকরা।
ইউএ / টিডিএস