১০ দিনের জন্য ভারতীয় কোচ নিয়োগ শ্রীলঙ্কার

by Sports Desk

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফিল্ডিং কোচ আর শ্রীধরকে ১০ দিনের জন্য নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সময়ে তিনি শ্রীলঙ্কার বিভিন্ন স্তরের পুরুষ ও নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, “শ্রীধর ১০ দিনের একটি বিশেষ ফিল্ডিং উন্নয়ন প্রোগ্রাম পরিচালনা করবেন যা শুরু হবে ৭ মে থেকে। এতে জাতীয় নারী ও পুরুষ দল, ইমার্জিং স্কোয়াড, প্রিমিয়ার ক্লাবের খেলোয়াড় এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ দল ও নারী ‘এ’ দল অংশ নেবে।”

৫৪ বছর বয়সী শ্রীধর ভারতের তৃতীয় লেভেলের কোচ হিসেবে বিসিসিআই থেকে সনদপ্রাপ্ত। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। এই সময়ে তিনি দলের সঙ্গে ৩০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচে যুক্ত ছিলেন। তিনি একাধিক আইপিএল দলেও কাজ করেছেন।

শ্রীলঙ্কায় তিনি প্রথমে জাতীয় পুরুষ দলের সঙ্গে কাজ শুরু করবেন পরে অন্যান্য স্কোয়াডের সঙ্গেও যুক্ত হবেন। তার তত্ত্বাবধানে থাকবে ফিল্ডিং ড্রিল, দক্ষতা ভিত্তিক অনুশীলন এবং ম্যাচ পরিস্থিতির অনুকরণে প্রশিক্ষণ সেশন।

খেলোয়াড়ী জীবনে শ্রীধর একজন বাঁহাতি স্পিনার ছিলেন এবং হায়দরাবাদের হয়ে ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি রবি শাস্ত্রী ও অনিল কুম্বলের মতো কিংবদন্তি কোচদের সঙ্গেও কাজ করেছেন। শ্রীলঙ্কায় থাকাকালে সনাথ জয়াসুরিয়ার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি। এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করেছেন শ্রীধর।

ইউএ / টিডিএস

You may also like