ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আচমকা হামলা চালিয়েছে ভারত।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা করে ভারত। যার পাল্টা আঘাতে পাকিস্তান দাবি করেছে, ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন।
পাকিস্তানের পেশোয়ারে খেলছেন নাহিদ এবং লাহোরে রয়েছেন রিশাদ। চলমান পিএসএলে তাদের খেলতে থাকা সত্ত্বেও বিসিবি এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে পরিস্থিতি আরো খারাপ হলে এই দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন প্রথম আলোকে বলেছেন,‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তাঁরা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’
পিএসএলে নাহিদের দলের বাকি রয়েছে ২টি ম্যাচ আর রিশাদের দলের একটি ম্যাচ। প্লে-অফ এবং ফাইনালসহ ম্যাচগুলো চলতে থাকলে তারা ১৮ মে পর্যন্ত পাকিস্তানে থাকতে পারেন। তবে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে শীঘ্রই।
ইউএ / টিডিএস