অধিনায়ক নুরুল হাসান সোহানের পর সেঞ্চুরি করলেন মাহিদুল ইসলাম অঙ্কনও। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে সফরকারী নিউজিল্যান্ড যুব দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর আজ সিলেটে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে স্বাগতিকরা। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল স্কোর তোলে নুরুল হাসান সোহানের দল।
তবে শুরুটা ভালো হয়নি। মাত্র ৮ রানে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর এনামুল হক বিজয় ও নাঈম শেখ ইনিংস মেরামতের চেষ্টা করেন। নাঈম আউট হন ৪০ রানে, আর বিজয় ফেরেন ৩৯ রানে।
এরপর মাঠে নামেন সোহান ও অঙ্কন। দুজনের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়। দু’জনই তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। তাঁদের ২২৫ রানের জুটি ভাঙে সোহান ১১২ রানে আউট হলে। ইনিংসের শেষ ওভারে ১০৫ রানে বিদায় নেন অঙ্কন।
শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ১৩ রানের ইনিংসে ৫ উইকেটে ৩৪৪ রানে থামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে ২ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।