মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

by Sports Desk

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল।

বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবালকে বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটি জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র।

তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে উঠানোর মতো পরিস্থিতি না থাকায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলার সময় অধিনায়ক তামিম টসে অংশ নেন। খেলার মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানে ভর্তি আছেন।

ইউএ / টিডিএস

You may also like