৪
২০০৯-২০১০ মৌসুমের পর থেকে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শিরোপা জিততে পারেনি মোহামেডান। এবারের আসরে তাদের জন্য শিরোপা জয়ের একটি বড় সুযোগ ছিল। তবে ডিপিএলের অলিখিত ফাইনালে আজ (মঙ্গলবার) আবাহনীর কাছে ৬ উইকেটের হার এর পর মোহামেডানকে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হলো। অপরদিকে, ২৪১ রানের লক্ষ্য তাড়ায় ডিপিএলের হ্যাটট্রিক শিরোপা জিতলো হান্নান সরকারের আবাহনী।