নতুন করে যাত্রা শুরু করলো এ1 ইস্পোর্টস

by Sports Desk

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবজি মোবাইল দল এ১ ইস্পোর্টস (A1 Esports) আনুষ্ঠানিকভাবে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পুনঃপ্রবর্তনের ঘোষণা দিয়েছে।

দলটি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

এতে বলা হয়, “A1 Esports কেবল একটি দল নয় – এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব। চাই প্রতিটি শুভাকাঙ্ক্ষী জানুক যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এই দলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উন্নীত করা। A1 Esports কেবল একটি পেশাদার দল নয়; এটি একটি পরিবার, এবং আমরা সবাই একসাথে এই যাত্রার অংশ।”

মূলত ঘটনার শুরু সোমবার দিবাগত রাতে। নিজের ফেসবক লাইভে এসে কাজী আরাফাতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন এ১ ইস্পোর্টসের সিনিস্টার।

দুই ঘন্টার সেই লাইভে সিনিস্টার দাবি করেন যে, কাজী আরাফাতের গেমিং সম্প্রদায়ের মধ্যে প্রতারণামূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে।

এরপর এ১ ইস্পোর্টসের মূল ফেসবুক পেজ ও অফিশিয়াল গ্রুপ থেকে সব খেলোয়াড় এবং সংশ্লিষ্ট ব্যাক্তিদের এক্সেস বাতিল করেছেন কাজী আরাফাত। এই ঘটনার জেরে বাংলাদেশের মোবাইল গেমিং কমিউনিটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

You may also like