স্ত্রীর করা মামলায় অভিযুক্ত জাতীয় ফুটবলার মোরসালিন

by Sports Desk

মদকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন স্ত্রী সেজুতি বিনতে সোহেল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব।

Advertisements

এজহারে উল্লেখ করা হয়েছে গেল বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই বৈবাহিক জীবনের সুখ ও শান্তি বজায় রাখতে চাইলে ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দিতে সেজুতিকে চাপ দিতে থাকেন মোরসালিন।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাতীয় দলের উদীয়মান মিডফিল্ডার শেখ মোরসালিনের। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষ শেখ মোরসালিনসহ বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারকে আটকায়। তল্লাশিতে তাদের কাছে ৬৪ বোতল মদ পাওয়া যায়। এই ঘটনায় বসুন্ধরা কিংস পাঁচ খেলোয়াড়কে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে। ২০২৩ সালের জুনে জাতীয় দলে অভিষেক হওয়া মোরসালিন এখন পর্যন্ত দেশের হয়ে ৯ ম্যাচে ৪ গোল করেছেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার।

ইউএ / টিডিএস

You may also like