বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের বৈঠক

by Sports Desk

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক।

সোমবার (৩ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

Advertisements

আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর ফিরতি লেগে ভারত ঢাকা আসবে। বাংলাদেশ ৫ মার্চ দুপুরে সৌদির উদ্দেশ্যে রওনা হবে। সৌদি আরবের অনুশীলন ক্যাম্প শেষে ১৮ মার্চ ঢাকায় ফিরে আসবে। ২০ অথবা ২১ মার্চ শিলং যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ কারণে, বাফুফে সৌদি যাওয়ার আগেই ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিল।

আগামী পরশু দিন সৌদি ফ্লাইটের আগে দুই দিন আগে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পাসপোর্ট হাতে না পাওয়ায় ফেডারেশন কিছুটা চিন্তিত ছিল। তবে আজ সেই চিন্তা দূর হয়েছে। বাংলাদেশ কন্টিনজেন্টের ভিসা ইস্যু হওয়ার খবর নিশ্চিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম।

বাফুফে সভাপতি ও ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের মূল আলোচ্য বিষয় ছিল এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের মধ্যকার ম্যাচ। পাশাপাশি, ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং খেলাধুলার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করার ব্যাপারেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

ইউএ / টিডিএস

You may also like