১৫ ঘণ্টার যাত্রা শেষে সৌদির তায়েফে বাংলাদেশ দল

by Sports Desk

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশ দল।

বুধবার (৫ মার্চ) দুপুরে বাংলাদেশ সময় দুইটায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা হয়ে ভোর রাত পাঁচটায় সৌদি আরবের জেদ্দা হয়ে তায়েফ নগরীতে যান জামালরা।

বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তায়েফের উদ্দেশ্যে সড়কপথে তিন ঘণ্টার ভ্রমণ শেষে নির্ধারিত হোটেলে পৌঁছান ফুটবলাররা। তায়েফ থেকে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, সবাই সুস্থ ও ভালো আছেন।

ঢাকায় অনুশীলন করা ২৮ ফুটবলারের মধ্যে ২৭ জন তায়েফ পৌঁছেছেন। ডিফেন্ডার রহমত মিয়ার ভিসা বিলম্ব হওয়ায় তিনি কাল দলের সঙ্গে যেতে পারেননি। আজ দুপুরে তিনি অন্য একটি ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল দুই দিন পর ইতালি থেকে তায়েফে যোগ দেবেন।

তায়েফে নিবিড় অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সুদানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত হয়েছে, এরপর সৌদির কোনো ক্লাব এবং অন্য কোনো দেশের সঙ্গে আরেকটি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন।

ইউএ / টিডিএস

You may also like