প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল

by Sports Desk

সৌদি আরবের তায়েফ শহরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন ফাহমিদুল ইসলাম।

সোমবার (১০ মার্চ) রাতে বাংলাদেশি বংশোদ্ভূত এ ইতালিয়ান ফুটবলারের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া সাদমান সাকিব।

Advertisements

ইতালির পেশাদার লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন ১৮ বছর বয়সী ফাহমিদুল ইসলাম। যার পৈত্রিক নিবাস ফেনীতে। একাধিক পজিশনে খেলার দক্ষতার কারণে তাকে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

হামজা চৌধুরীর সঙ্গে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে দুই প্রবাসী ফুটবলারের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরবেন ফাহমিদুল। অন্যদিকে ১৭ মার্চ সকালে সিলেটে নামবেন হামজা চৌধুরী এবং পরদিন জাতীয় দলে যোগ দেবেন। পরবর্তীতে বাংলাদেশ দলের সঙ্গে ভারত যাবেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা লেস্টার সিটির এই মিডফিল্ডার।

মেঘালয়ের রাজধানী শিলংয়ে ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। আলোচিত এই লড়াইকে ঘিরে হাইপ তৈরি হয়েছে, যেখানে অবসর ভেঙে ফিরছেন ভারতের অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রী।

ইউএ / টিডিএস

You may also like