বাফুফে সিন্ডিকেট নিয়ে ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারি

by Sports Desk

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়ায় ফুটবলাঙ্গনে নানা সমালোচনা তৈরি হয়েছে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পক্ষপাতিত্ব এবং সিন্ডিকেটের অভিযোগের মধ্যে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে বৈঠক করেছেন।

আজ বুধবার দুপুর ২:৩০-এ রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দলের নিয়ে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি।

Advertisements

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, “ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী, সবাই তার জায়গা করে নেবে। যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব দেখা যায়, তাহলে ফেডারেশন ব্যবস্থা নেবে।”

ফাহমিদুল বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিইনি। সে প্রতিভাবান, তবে আমরা তাকে আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনে বাংলাদেশের ঘরের মাঠে ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আবার মাঠে দেখতে পারব। সমর্থকদের বলবো, হতাশ হওয়ার কিছু নেই।”

ফাহমিদুলের বাদ পড়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করা উচিত নয়। প্লেয়ার সিলেকশনে যদি কোনো ধরনের স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার হয়, তাহলে বাফুফেকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, “বাফুফে যেকোনো সংকট মোকাবেলায় আরো শক্তিশালী পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে।”

আজ দুপুরে টিম হোটেলে ফাহমিদুলের সমর্থক পাঁচজন বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচ এবং দল সংক্রান্ত নানা অভিযোগ করেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন।

আজকের সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং আশা করা যাচ্ছে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে, বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজার অন্তর্ভুক্তিকে দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, “হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।” বাংলাদেশ ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে হামজা চৌধুরী বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব।”

You may also like