রেফারির দিকে বরফ ছুঁড়ে নিষেধাজ্ঞার শঙ্কায় রুডিগার

by Sports Desk

কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (২৬ এপ্রিল) রাতে আয়োজিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। রিয়ালের তিন খেলোয়াড় – লুকাস ভাসকেস, অ্যান্টোনিও রুডিগার এবং জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানো হয়েছে।

Advertisements

তবে সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি তৈরি হয় রুডিগারের সঙ্গে। অভিযোগ রয়েছে রিয়ালের এই জার্মান ডিফেন্ডার উত্তেজনার মধ্যে রেফারির দিকে বরফের টুকরো ছুঁড়ে মেরেছিলেন এবং এরপর রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এই অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য রুডিগার বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারেন।

১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ১১৬ মিনিটে জুলেস কুন্দের গোলের মাধ্যমে বার্সেলোনা জয় নিশ্চিত করে। ম্যাচের শেষ মুহূর্তে রিয়ালের বেঞ্চে উত্তেজনা চরমে পৌঁছায়। রুডিগার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠে প্রবেশ করলে লুকাস ভাসকেস এবং ভিনিসিয়ুস জুনিয়র তাকে সমর্থন করতে মাঠে চলে আসেন এবং সবাই একযোগে রেফারির দিকে তেড়ে যান।

এ সময় রুডিগার টাচলাইন থেকে বরফের একটি প্যাকেট ছুঁড়ে মেরেছিলেন। রেফারি দে বুরগোস তাকে এবং ভাসকেসকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। রুডিগার উত্তেজিত অবস্থায় রেফারির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও, রিয়ালের কোচ এবং সহকর্মী খেলোয়াড়রা তাকে শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে গোলকিপার কোচ আন্দ্রেই লুনিন তাকে মাঠ থেকে বের করে দেন এবং রুডিগার আর মাঠে ফেরেননি। এমনকি বার্সেলোনার ট্রফি উদযাপনেও উপস্থিত ছিলেন না।

রেফারি তার অফিসিয়াল রিপোর্টে উল্লেখ করেছেন, “রুডিগার একটি বস্তু ছুঁড়ে মেরেছিল যা রেফারির কাছাকাছি পড়েছিল তবে তা তার গায়ে লাগেনি।” এই ঘটনায় রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে শাস্তির সম্ভাবনা প্রবল হতে পারে, এবং পুরো ঘটনা কোপা দেল রে ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইউএ / টিডিএস

You may also like