ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সৌদি আরবে বাংলাদেশ দল এক সপ্তাহ ক্যাম্প করেছে এবং একটি অনুশীলন ম্যাচও খেলেছে। তবে আকস্মিকভাবে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
টানা দ্বিতীয় দিন আজও ফাহমিদুলকে দলে ফেরানোর জন্য ভক্ত-সমর্থকরা আন্দোলন করছেন। তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়ে দিয়েছেন, এখন আর ফাহমিদুলকে দলে ফিরানোর কোনো সুযোগ নেই।
সৌদি আরব থেকে ক্যাম্প শেষে ফিরিয়ে গতকাল ফাহমিদুলকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যা দেন কোচ ক্যাবরেরা। তিনি বলেন, “ফাহমিদুল ঢাকা আসেনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ সৌদিতে ক্যাম্পে ছিল। মেধাবী খেলোয়াড়, তবে তাকে আরো কিছু সময় প্রয়োজন।”
আজ ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহমিদুল নিয়ে আগের ব্যাখ্যাই দেন ক্যাবরেরা। তিনি বলেন, “আমি গত এক মাস ধরে তাকে অনুসরণ করেছি এবং তাকে খুব ভালোভাবে চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরো সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান, তবে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যারা আছে, তারা তার চেয়ে বেশি প্রস্তুত।”
ফাহমিদুলের বাদ পড়া নিয়ে সমর্থকদের আন্দোলনের প্রেক্ষিতে গতকাল রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ জানায়, আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এছাড়াও, সমর্থকদের একটি প্রতিনিধি দল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং তাদের উদ্বেগ তুলে ধরেছে।
এদিকে, আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। এর আগে আজ সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় তাদের অনুশীলন সেশন রয়েছে। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ অন্যান্য খেলোয়াড়রা।