ম্যানেজার থিয়াগো মোট্টাকে বরখাস্ত করলো জুভেন্টাস।
রবিবার (২৩ মার্চ) ইগর টুডোরকে নতুন কোচ ঘোষণা করেছে জুভেন্টাস। ২০২৪ সাল থেকে দলের সঙ্গে কাজ করা মোট্টাকে বরখাস্তের পর অতিদ্রুত নতুন কোচ নিয়োগ দিয়েছে ইতালিয়ান সিরিআ ক্লাবটি। টানা দুই ম্যাচে পরাজয় ও পয়েন্ট টেবিলে বড় পতন, দলের দুর্বল অবস্থার সম্পূর্ণ দায় পড়লো কোচের কাঁধে।
জুভেন্টাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জুভেন্টাস এফসি ঘোষণা করছে যে থিয়াগো মোট্টাকে পুরুষদের প্রথম দলের কোচের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুভেন্টাস আরও ঘোষণা করছে, পুরুষদের প্রথম দলের দায়িত্ব ইগর টুডোরের হাতে অর্পণ করা হয়েছে যিনি আগামীকাল প্রথম অনুশীলন পরিচালনা করবেন।’
৪৬ বছর বয়সী টুডোর তার খেলোয়াড়ি ক্যারিয়ারের অধিকাংশ সময় জুভেন্টাসে কাটিয়েছেন। ১৯৯৮ সালে তিনি ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন। ২০২০ সালে ক্রোয়েশিয়ান কোচ অ্যান্ড্রেয়া পিরলোর সহকারী হিসেবে এক মৌসুম জুভেন্টাসে কাজ করেন টুডোর।
ইউএ / টিডিএস