হামজার সঙ্গে সাক্ষাৎ করেই উচ্ছ্বসিত লিটন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবলে নতুন এক উন্মাদনা সৃষ্টি করেছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে তার। শিলংয়ে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে তিনি নিজের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেন।

আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন হামজা। তিনি যোগ দেবেন ইএফএল চ্যাম্পিয়নশিপে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। তবে দেশ ছাড়ার আগে তাকে ঘিরে উন্মাদনা থামেনি। এবার সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা লিটন দাস।

দুই ভিন্ন খেলার তারকার দেখা হওয়ায় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ভুল করেননি লিটন। হামজার সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, “হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়া ছিল অসাধারণ একটি অভিজ্ঞতা। তিনি খুবই বিনয়ী এবং দারুণ একজন মানুষ। বাংলাদেশ ফুটবলের জন্য তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”

আন্তর্জাতিক বিরতি শেষে ২৯ মার্চ মাঠে ফিরবে ইংলিশ ফুটবল। ইংল্যান্ডে ফিরে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবেন হামজা। অন্যদিকে, লিটন দাস ঈদের ছুটিতে যাচ্ছেন, এবং ৬ এপ্রিল থেকে ডিপিএলের বাকি রাউন্ডের খেলা শুরু হবে।

You may also like