হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং এবং টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৫ উইকেটে ৩২০ রান করে। জবাবে পাকিস্তানের ব্যাটিংয়ে যে আক্রমণাত্মক শুরু আশা করা হচ্ছিল তা একেবারেই দেখা যায়নি। ১১ দিনের মধ্যে তারা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তৃতীয়বার হারল।

ত্রিদেশীয় সিরিজে দুইবারের দেখায় প্রতিবারই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। যদিও প্রতিযোগিতা পাল্টেছে। তবুও সেই করাচির মাঠে একই দুর্ভাগ্য আবারও সঙ্গী হলো মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে চার ম্যাচ খেলে সবগুলোতেই হার দেখল পাকিস্তান।

ইউএ / টিডিএস

You may also like